
রাজধানীর প্রাণকেন্দ্র পল্লবীর প্যারিস রোড চৌরাস্তা মোড়ে খোলা মাটে জমে উঠেছে মাসব্যাপী মেলা। পরিবার,বন্ধু ও আত্মীয়দের সঙ্গে উপভোগ করুন কেনাকাটা,খেলা ও বিনোদনের দারুণ এক অভিজ্ঞতা!
নিরাপদ পরিবেশ,নানা আয়োজন
এই মেলায় সামাজিক ও নিরাপত্তার সব দিক বিবেচনায় রেখে ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে। ছোট সোনামণিদের জন্য রয়েছে বিভিন্ন রাইড ও খেলনার স্টল। সংসার সাজানোর জন্য পাওয়া যাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, বাহারি পোশাক,গৃহস্থালি সামগ্রীসহ নানা আকর্ষণীয় পণ্য। দরদাম করে কেনাকাটার সুযোগও থাকছে!
আকর্ষণীয় আলোকসজ্জা ও বিনোদন
মেলার প্রতিটি গেটের পাশে বসার সুন্দর ব্যবস্থা, দৃষ্টিনন্দন ঝর্ণা ও রঙিন আলোকসজ্জা তৈরি করেছে ফটোসেশনের দারুণ পরিবেশ। মেলায় হাঁটতে হাঁটতে বিভিন্ন বাহারি দোকানের পসরা দেখে মুগ্ধ হবেন আপনিও!
যানবাহনের জন্য পার্কিং ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা
মেলায় আগত দর্শনার্থীদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। সার্বক্ষণিক ৩০ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছে,যাতে দর্শনার্থীরা নিরাপদে সময় কাটাতে পারেন।
প্রশাসনের অনুমোদন নিয়েই মেলা পরিচালনা
মেলাটি প্রশাসনিক নিয়ম মেনে পরিচালনা করা হচ্ছে, তাই পরিবার নিয়ে নিশ্চিন্তে ঘুরতে আসতে পারেন। এখানে পরিচ্ছন্ন, সুসজ্জিত ও নিরাপদ পরিবেশে সবাই বিনোদনের স্বাদ উপভোগ করতে পারবেন।
আর দেরি কেন? আজই আসুন পল্লবীর মাসব্যাপী মেলায়!
সাধারণ মানুষের একটাই আহ্বান—সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিন,পরিবার-পরিজন নিয়ে আসুন পল্লবীর প্রাণবন্ত এই মেলায়!