
মোংলা প্রতিনিধি: একটি অনলাইন নিউজ পোর্টালে “মোংলায় রক্তাক্ত নৈরাজ্য: মান্নান হাওলাদারের সন্ত্রাসী সাম্রাজ্য, প্রশাসন অসহায়!” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন মোংলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান হাওলাদার।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। একটি পক্ষ আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিক ও দাফতরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি।
তিনি আরো বলেন, কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত। তাদের খুজে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি। এতে আমার সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে।
উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি।
এছাড়াও এমন মিথ্যা সংবাদের তিব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতা কর্মীরা।