ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কোরবানির পশু জবাইয়ে ইমামদের প্রশিক্ষণ দেবে উত্তর সিটি
কোরবানির আগে ডিএনসিসির ফুটপাত মেরামতের নির্দেশ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না’
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ
১৭ পুলিশ সুপারকে বদলি
রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ১৬ সদস্য গ্রেফতার
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪১৫
মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিবের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রীর ধর্ষণ চেষ্টা মামলা : প্রতিবাদে মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইমরান খাঁনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগ উপ-ছাত্র বিষয়ক সম্পাদক ফাতিমাতুজ
জোহরা মৈতি ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। গত সোমবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে এ মামলা দায়ের করেন। এ হয়রানী মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমতলী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে সতাধিক নেতাকর্মী ও সাধারণ নাগরিক অংশ নেয়।
জানাগেছে, নিষিদ্ধ সংগঠন আমতলী উপজেলা ছাত্রলীগ উপ-ছাত্র বিষয়ক সম্পাদক ফাতিমাতুজ জোহরা মৈতি গত ৫ ই আগষ্টের পরে বোল পাল্টিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের নেতা বনে যান। অভিযোগ রয়েছে মানুষকে হয়রানী করতে বিভিন্ন
কৌশল গ্রহন করেন। গত সোমবার বরগুনা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে মৈতি উপজেলা ছাত্রদল সদস্য সচিব ইমরান খানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক ওই মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহারের নির্দেশ দিয়েছেন। উপজেলা ছাত্রদল সদস্য সচিবের বিরুদ্ধে ছাত্রলীগ নেত্রীর ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
করায় ফুসে উঠেছে উপজেলা ছাত্রদল,পৌর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার ছাত্রলীগ নেত্রীর দায়ের করা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধনে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, বিএনপির অঙ্গ সংগঠন ও সাধারণ নাগরিক সতাধিক নেতাকর্মী অংশ নেয়।উপজেলা ছাত্রদল আহবায়ক মো. সোয়েব ইসলাম হেলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম টারজান, পৌর
বিএনপির সদস্য সচিব জালাল আহমেদ খান, যুবদল সদস্য সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদার, উপজেলা কৃষকদল সভাপতি জাহাঙ্গির আলম, পৌর ছাত্রদল আহবায়ক এনামুল হক
সোহাগ, কলেজ ছাত্রদল সাবেক আহবায়ক রাজিব মৃধা,উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক শাহাবুল ইসলাম, কলেজ ছাত্রদল সভাপতি ইমন মিয়া ও ছাত্রী বিষয়ক সম্পাদক মহিমা বিশ্বাস প্রমুখ।মানববন্ধনে বক্তারা নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগ নেত্রী ফাতিমাতুজ জোহরা মৈতির দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।উপজেলা ছাত্রদল সদস্য সচিব মোঃ ইমরান খান বলেন, আমাকে হয়রানী করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী মৈতি মিথ্যা মামলা দায়ের করেছেন। ছাত্রলীগ নেত্রী মৈতি আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সেজে নানা অপকর্ম করে বেড়াচ্ছেন। তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনি আমার বিরুদ্ধে এ বানোয়াট মামলা দায়ের করেছেন। তিনি আরো বলেন, মৈতির বাবা উপজেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগ উপ-ছাত্র বিষয়ক সম্পাদক ফাতিমাতুজ জোহরা মৈতি বলেন, আমি ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা করিনি। আমি মামলা করেছি ব্যক্তি ইমরান খানের বিরুদ্ধে। তিনি আমাকে ধর্ষণের হুমকি দিয়েছে। তিনি আরো বলেন, আগে
ছাত্রলীগ করতাম। পদত্যাগ করেছি। আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, মামলা নথি হাতে পেয়েছি।
আদালতের নির্দেশ মতে মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ