
রুবেল মিয়া লালমনিরহাট প্রতিনিধি:মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ,বেতন বৃদ্ধি,প্রকল্প স্থায়ীকরণ,আউট সোর্সিং নিযোগের প্রক্রিয়া বাতিল,শিক্ষক তহবিল গঠন সহ ৫দফা দাবীতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিক্ষোভ শেষে লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা অবিলম্বে তাদের ৫দফা দাবী মেনে নেয়ার আহ্বান জানান।
মউশিকের জেলা কমিটির সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মউশিকের জেলা কমিটির সহ-সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির,সদর উপজেলা কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান, হাতীবান্ধা উপজেলা কমিটির সভাপতি আব্দুস সামাদ,জেলা কমিটির অর্থ সম্পাদক এরশাদ হোসেন,জেলা কমিটির সদস্য রোমানা আক্তার,আতাউর রহমান,জাকিয়া সুলতানা,সাইফুল ইসলাম,রফিকুল ইসলাম ,লুৎফর রহমানসহ । উক্ত মানববন্ধনে ৮ শতাধিক শিক্ষক,ফিল্ড সুপারভাইজার,সাধারন ও মডেল কেয়ারটেকার উপস্থিত ছিলেন।