
রূপসায় বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা ৩০ শে নভেম্বর সকাল ১১ টায় রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল বাকি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শফিকুল ইসলাম, রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন। উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় আরও বক্তৃতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, উপজেলা প্রকৌশলী এস এম অহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, আরডিও তারেক ইকবাল আজিজ, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী পাল, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রাসেল, সোনালী ব্যাংক কর্মকর্তা অসিত রায় চৌধুরী, সহকারী প্রোগ্রামার রেজাউল করিম, নির্বাচন অফিসার মোঃ মুরাদ, খাদ্য নিয়ন্ত্রন অফিসার সুজিত কুমার মুখার্জী, একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, মোঃ জাহাঙ্গীর শেখ, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জুলফিকার আলি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোরশেদুল আলম বাবু, আলাইপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আল মামুন সরকার, শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান উল্লাহ, আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যশোমন্ত ধর, বীর মুক্তিযোদ্ধা রবিন্দ্রনাথ বিশ্বাস, সন্তোষ কুমার চিন্তা পাত্র, মুনসুর বিশ্বাস, আব্দুর সবুর, আব্দুল মালেক, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী প্রমূখ। তাছাড়া উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কাজী মোঃ ইয়াহিয়ার স্বরণে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।