
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ’র চাল বিতরণে দায়িত্বরত ট্যাগ অফিসার ও উপজেলা সমবায় অফিসার রকিবুল হাসানের মাথা ফেটে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী ও বখাটেরা।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বুধবার ( ১৯ মার্চ) বিকালে বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়ন পরিষদে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণের শেষের দিকে ওই ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী ও শিয়ালা গ্রামের মনিরুল ইসলাম আকাশ ও একই গ্রামের তাহাজুল ইসলাম মানিক, কোচগ্রামের রাকিব ও আঠারোজানি গ্রামের নজরুল ইসলামসহ আরো কয়েকজন হট্রগোল করলে। এসময় দায়িত্বরত ট্যাগ অফিসার ও উপজেলা সমবায় অফিসার রকিবুল হাসান তাঁদের বিশৃঙ্খলা করতে নিষেধ করেন। এতে তাঁরাক্ষিপ্ত হয়ে মনিরুল ইসলাম আকাশ আচমকা তার হাতে থাকা চাকু বা চাবি জাতীয় কিছু একটা দিয়ে সমবায় অফিসার রকিবুল হাসানের মাথায় আঘাত করে মাথা ফেটে দেয়। পরবর্তীতে তিনি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা নেন। তাঁর মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। স্থানীয়রা হামলাকারিদের বাধা দিতে গেলে তাঁদেরকেও মারধর করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী ও হামলাকারিরা। এসময় ৪নং দিওড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, কয়েকজন ইউপি সদস্য, গ্রাম পুলিশসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল জানান, হামলাকারী মনিরুল ইসলাম আকাশ বিগত সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং তাহাজুল ইসলাম মানিক স্বেচ্ছাসেবক লীগের কর্মী ছিলেন এবং তাদের সাথে থাকা সহযোগিরাও একসময় আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। যেসব উশৃঙ্খল বখাটেরা ইউনিয়ন পরিষদে এসে বিশৃঙ্খলা করেছে এবং দায়িত্বরত ট্যাগ অফিসারের উপর হামলা করে মাথা ফেটে আহত করেছে। তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন তিনি।এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।