
বান্দরবাের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এন্টিসিপেটরি অ্যাকশন রিসোর্স পুলের জন্য ভূমি ধবসের ঝুঁকি ব্যবস্থাপনা’ বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও সেভ দ্যা চিলড্রেন ‘র সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (২০ মার্চ) নাইক্ষ্যংছড়ি হর্টিকালচার এর সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস।
অনুষ্টিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, মোহাম্মদ আব্দুল হান্নান, সহকারী আবহাওয়াবিদ, কক্সবাজার আবহাওয়া অফিস, ফাতেমা মেহেরুন্নেসা, ম্যানেজার, এন্টিসিপেটরি অ্যাকশন, সেভ দ্য চিল্ড্রেন, মোহাম্মদ আবু তৈয়ব, সিনিয়র অফিসার, এন্টিসিপেটরি একশন, সেভ দ্য চিল্ড্রেন, আসিফ উদ্দিন বিন নুর, রাইমস, আসিকুজ্জামান, রাইমস,প্রকল্পের কো-অর্ডিনেটর সমন বিজক চাকমা।এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার (ইমপ্লিমেন্টেশন) উক্য হাই মারমা, মিল অফিসার উচ্চাস চাকমা, ফ্লিড ফ্যাসিলিটেটর মংরি চাক এবং রুবিনা আক্তার।
এ কর্মশালায় পাহাড় ধ্বংস,বন্যাসহ বিভিন্ন দূর্যোগ থেকে জান মালের ক্ষয়ক্ষতি রক্ষার করনীয় বিষয় নিয়ে আলোচনা ও কৌশল অবলম্বন নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন প্রশিক্ষকরা।
২য় দিন ব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় ইউনিয়নের গণ্য মান্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি, সাংবাদিক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ইমাম, মুক্তিযুদ্ধা, শিক্ষক, হেডম্যান, কারবারিসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ অংশ নেন।