
সরাইল উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তুকে গ্রেফতার করেছেন পুলিশ। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যার পর জেলা শহরের কাউতলী থেকে র্যাব তাকে গ্রেফতার করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত যুবলীগের সাবেক এই নেতাকে সরাইল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তুকে গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে বলেন একটি তদন্তাধীন হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।