
দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে সুনামগঞ্জের ছাতকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে সেনাবাহিনীর ৪২ বীর (বিয়ার) ১১ পদাতিক বিগ্রেডের ছাতক ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ ্এ তথ্য নিশ্চিত করেন।
ছাতক সেনা ক্যাম্প ও থানা পুািরশ জানায় , যৌথ বাহিনীর অভিযানে বুধবার ভোররাতে সুনামগঞ্জের ছাতকের গনেশপুর (দালাল বাড়ি) গ্রাম থেকে গনেশপুরের মৃত লুৎফর রহমানের তিন ছেলে আব্দুল কাদের টুটুল, আক্তার হোসেন, মোসাদ্দেক , ছড়ারপাড় গ্রামের হাজি আশিদ আলীর ছেলে কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১টি রামদা, ৫টি চাপাতি, ২টি ছুরি, ৬টি চাকু জব্দ করা হয়।
বুধবার গ্রেফতারকৃতদের ছাতক থানায় সোপর্দ করার পর পুর্বে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে ছাতক থানা পুরিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেন।
ছাতক থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত থেকে ছাতকে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, নদী থেকে খনিজ বালি চুরির কাজে জড়িত ছিল।