
বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০ টায় মাদারীপুর ভাঙ্গায় ৪০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন।
আটককৃত আসামি হলো,মো.আবু সাঈদ(২২)।
এদিন সন্ধ্যায় হাইওয়ে পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মো.শামসুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের বিশ্বম্বরদী নামক স্থান হতে বেনাপোল থেকে বরিশালগামী মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৪০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারি কে আটক করে। তার বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী এলাকায়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে