
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩০নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহার কাছে মনোনয়ন পত্র জমা দেন, কালিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুসফিকুর রহমান লিটন, কালিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান খান শামিমুর রহমান ওসি, কালিয়া পৌরসভার মেয়র মো: ওয়াহিদুজ্জামান হিরা, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ইকরামুল হক টুকু, বি এম কবিরুল হক মুক্তির পি এস হিরা প্রমূখ। এসময় নেতা-কর্মিরা বলেন, আমরা আগামী ৭ই জানুয়ারী উৎসব মুখর পরিবেশে নৌকা প্রতীকে বিপুল ভোটে বি এম কবিরুল হক মুক্তিকে বিজয়ী করে আনব। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে সবাইকে আহ্বান জানানো হয়। মনোনয়নপত্র জমাদানকালে রিটার্নিং অফিসারের কার্যালয় চত্বরে, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বি এম কবিরুল হক মুক্তিকে নড়াইল-১ আসনে নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।