ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাহুবলে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
কোরবানির পশু জবাইয়ে ইমামদের প্রশিক্ষণ দেবে উত্তর সিটি
কোরবানির আগে ডিএনসিসির ফুটপাত মেরামতের নির্দেশ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না’
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিরোজপুরে গৃহবধূর মরদেহ উদ্বার, পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

পিরোজপুর জেলা প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার লামিয়া নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লামিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো: বণি আমিন।

এদিকে লামিয়ার বাবার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন হত্যা করে বিষয়টিকে আত্মহত্যা বলে প্রচারণা করছে।

লামিয়া আক্তার বরিশাল জেলার বানরিপাড়া উপজেলার উমারেরপাড় এলাকার মামুন মিয়ার মেয়ে ও পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বলদিয়া ইউনিয়নের উত্তর গগণ গ্রামের মো. শাওনের স্ত্রী।

লামিয়ার চাচাতো ভাই হুমায়ুণ কবির অভিযোগ করে জানান, দুই বছর আগে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার উত্তর গগণ গ্রামের মনিরুল ইসলামের ছেলে মো. শাওনের সাথে লামিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন কারণে প্রায়ই শাওন ও তার পরিবারের লোকজন লামিয়াকে নির্যাতন করত। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে লামিয়ার শ্বশুর বাড়ি থেকে তাদের জানানো হয় লামিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে রাত ১১ টার দিকে লামিয়ার শ্বশুর বাড়িতে পৌছালে সেখানে লামিয়ার লাশ পাওয়া যায়নি। পরে হাসপাতালে এসে লামিয়ার মরদেহ দেখতে পাই কিন্তু তার গলায় ফাঁসের কোন চিহ্ন দেখা যায়নি।

অভিযোগের বিষয়ে লামিয়ার শ্বশুর মনিরুল ইসলাম জানান, ওই ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেননা। তিনি জানতে পেরেছেন যে পরিবারের সদস্যরা লামিয়াকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করা হলে কক্ষের দরজা বন্ধ পায়। একপর্যায়ে দরজা ভেঙ্গে দেখা যায় লামিয়া গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ওইসময় ঘর থেকে তাকে উদ্ধার করে নেছারাবাদ (স্বরূপকাঠি) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। কি কারণে লামিয়া গলায় ফাঁস দিতে পারে এ বিষয়ে মনিরুল ইসলাম কিছুই বলতে পারেনি তবে বিরুদ্ধে যে হত্যার অভিযোগ করা হয়েছে তা তিনি প্রত্যাখ্যান করেন।নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. বণি আমিন জানান, লামিয়ার লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করছে এবং একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্টরের পরে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ