
ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ- ময়মনসিংহের নান্দাইল উপজেলায় খাদ্য অধিদপ্তর কর্র্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ টাকা কেজি চাউল বিতরণ শুরু হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নের হতদরিদ্র ২৬ হাজার ৬০৭ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে। খাদ্য বান্ধব কর্মসূচীর ৫০ জন ডিলার ট্যাগ অফিসারদের উপস্থিতিতে উপকারভোগীদের সনাক্ত করে প্রতি কেজি ১৫ টাকা হারে এ চাউল বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ মার্চ) উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের বাংলাবাজারে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার মেসার্স হাই ট্রেডার্স এর স্বত্তাধিকারী মো.সাইফুল
ইসলাম ৫২৪ জন কার্ডধারী তথা উপকারভোগীর মাঝে চাল বিতরণের কাজ শুরু করেন।এসময় ট্যাগ অফিসার শিক্ষক শামসুল ইসলাম মানিক, বিএনপি নেতা মো. আব্দুল্লাহ ভ‚ইয়া, ইউপি
সদস্যা মোছা. বিউটি আক্তার, বিএনপি নেতা আ: কাদির,হাবিবুর রহমান, ছাত্রদল নেতা শাহ আলম, সৌরভ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার বিএনপি নেতা সাইফুল ইসলাম বলেন, ট্যাগ অফিসারকে নিয়ে কার্ডধারী সনাক্ত করে চাউল বিতরণ করা হচ্ছে। প্রতি কার্ডধারীকে ১৫ টাকা কেজি হারে নগদ ৪৫০ টাকার বিনিময়ে ৩০ কেজি চাউলের বস্তা দিয়ে দিচ্ছি। এছাড়া কেউ যদি চাউল নিয়ে বিক্রি করে দেয় তাহলে তাকেও সনাক্ত করে তালিকাভ‚ক্ত করে রাখছি। যা পরে উপজেলা ইউএনও মহোদয়ের নিকট জমা দেওয়া হবে। এ বিষয়ে ট্যাগ অফিসার শামসুল ইসলাম মানিক বলেন, খুব
সুন্দরভাবে চাউল বিতরণের কাজ শুরু হয়েছে। আশা করছি সুষ্টভাবে তা বিতরণ কমূর্সচী শেষ হবে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, ইতিমধ্যে ডিলারগণ বিতরণ শুরু করেছেন। আইন অনুযায়ীই তা সুষ্ট বিতরণ হবে, ইনশাল্লাহ।