
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট,(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।১৭ র্মাচ সোমবার দুপুর ১২টার দিকে চালগুলো জব্দ করেন র্নিবাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা র্নিবাহী র্কমর্কতা ( ইউএনও) রফিকুল ইসলাম। পরে জব্দকৃত চালগুলো কয়েকটি মাদ্রাসা ও এতিম খানাসহ দুস্থদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ চলছিল। এলাকার কিছু অসাধু ব্যবসায়ী ওই চাল গুলো কেনার জন্য কিছু লোককে নিয়োগ করেন। তারা চাল কিনে মজুদ করে রাখে। উপজেলা প্রশাসন অভিযোগ পেয়ে মানবিক সহায়তা সরকারি র্কমসূচির ৩০ কেজি ওজনের ২৫ বস্তা চাল জব্দ করেন। এ সময় চাল মজুদকারীরা ঘটনাস্থল থেকে সড়ে পডে়। পরিত্যক্ত অবস্থায় চালগুলো জব্দ করা হয়।এ বিষয়ে উপজেলা র্নিবাহী র্কমর্কতা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, বিতরণ করা সরকারি চাল মজুদ করা হচ্ছে এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০ কেজি ওজনের ২৫ বস্তা সরকারি চাল পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে। তবে সেখানে কাউকে না পেয়ে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। পরে চালগুলো বিভিন্ন মাদ্রাসা, এতিম খানা ও দুস্থদের বিতরণ করা হবে বলে জানান তিনি।