
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট,(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক সংগঠন সিরাতে মুস্তাকিম পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ র্মাচ) বাদ আছর উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম হেলিপ্যাড মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সিরাতে মুস্তাকিম পরিষদের সভাপতি খাদেমুল ইসলামের সভাপতিত্বে
ইফতার র্পূবর্বতী সময়ে বক্তব্য রাখেন, ৩ নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাবেক চেয়ারম্যান সারোয়ার হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মুফতি মনোয়ার হোসেন, উপজেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি কামরুজ্জামান সরকার মাওলানা ফজলুল হক, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা মমিনুল ইসলাম, মুফতি মহিবুল্লাহ, মাওলানা মোজাফফর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মিঠুন প্রমুখ। অনুষ্ঠিত ইফতার মাহফিলে ঘোড়াঘাট উপজেলা সহ আশেপাশের এলাকার ৫ হাজারের অধিক তৌহিদী জনতা অংশগ্রহন করেন। এ সময় অনুষ্ঠানে সিরাতে মুস্তাকিম পরিষদের সাধারণ সম্পাদক ফিরোজ কবির, সহ সভাপতি মমিনুল ইসলাম টুটুল,সহ সভাপতি মোকছেদ আলী সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার র্কমীগন উপস্থিত ছিলেন।