
রাজধানীর কোতয়ালী থানাধীন পাটুয়াটুলি এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পেশাদার দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ)রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গতকাল সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টায় কোতয়ালীর পাটুয়াটুলির বাটা শো-রুমের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-মো. ফাহিম আহমেদ (২১) ও আব্দুল কাদির (৩৮)।
কোতয়ালী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল সোমবার থানার একটি টহল টিম ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় দুষ্কৃতকারী পাটুয়াটুলি এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টহল টিমটি রাত সাড়ে ১১টায় সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়। অভিযান চলাকালে দুইজন ছিনতাইকারী দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে বংশাল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃত ফাহিম ও কাদির সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কোতয়ালী থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান ও মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে