
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্ত টানা দু’সপ্তাহ ধরে ঘুমধুম সীমান্তে বিজিবির সফল অভিযান অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে অভিযান চালিয়ে জব্দ করে ৪০ হাজার ইয়াবা টেবলেট।
কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ ফারুক হোসেন খাঁন জানান,গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সীমান্তে উৎপেতে থাকে। পরে নোয়া পাড়া জয়নালের ঘের নামক স্থানে ইয়াবা কারবারীর দল আসছে দেখে দ্রুত অভিযান শুরু করেন তারা। টের পেয়ে মাদক পাচারকারী দল টি দ্রুুত পালিয়ে গেলেও কাপড়ে মোড়ানো পুটলি ফেলে যায়। পরে ঘুমধুম বিওপি জোয়ানরা তা জব্দ করে।
যাতে ৪ কাটে ৪০ হাজার ইয়াবা টেবলেট
গুনে পাওয়া যায়।
তিনি আরো বলেন,কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদস্যরা সমন্বিত গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে। গত কয়েক সপ্তাহে মাদকসহ অন্যান্য চোরাচালান ও অপরাধ প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন হয়েছে। তারই ধারা বাহিকতায় এ উদ্ধার অভিযান।