ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পিলখানা হত্যাকাণ্ড: ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন

প্যানেল চেয়ারম্যান অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ৯ নং সুটিয়াকাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রাজিবুল হক শানুর বিরুদ্ধে ফ্যাসিস্টদের দোসর, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার ( ১৮ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর মো. রাজিবুল হক শানুর ইউনিয়ন পরিষদ থেকে অপসারণের দাবিতে স্লোগান দেয়। এতে ‘শানুর গালে গালে, জুতা মারো তালে তালে’ সহ তার অপসারণের দাবিতে বিভিন্ন রকম শ্লোগানে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে মিয়ারহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাহানারা হাসপাতালের সামনে এসে শেষ হয়। এর আগে ইউনিয়নে চত্বরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসরদের সাথে প্যানেল চেয়ারম্যান মো. রাজিবুল হক শানু বিগত দিনে বিভিন্ন সবার সমাবেশে অংশগ্রহণ করেছেন। নৌকা মার্কা নিয়ে ভোট কারচুপির মাধ্যমে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সাথে সখ্যতা রেখে বিচারের নামে টাকা আত্মসাৎ, সরকারি ঘর দেওয়ার নামে ঘূষ নেওয়া, অবৈধ জমি দখল, নানা স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির পাশাপাশি বিএনপি ত্যাগী নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে তার দমন-পীড়নের এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই যত দ্রুত সম্ভব এই দুর্নীতিবাজ প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবি জানান বক্তারা। এছাড়াও তারা প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদানের কথা জানান।

এ সময় বক্তব্য রাখেন নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মো. জাহিদ হোসেন, সুটিয়াকাটি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মো. অলিউল্লাহ তালুকদার, নেছারাবাদ উপজেলা কৃষকদলের সভাপতি সোহাগ মিয়া, পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মুহিদুল ইসলাম সাগর, নেছারাবাদ উপজেলা যুবদল নেতা মো. সালেহ্ আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সজিব হোসেন, পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো.ওয়ালিউল্লাহ হাওলাদার অলি, পিরোজপুর জেলা ছাত্রদলের অন্যতম সদস্য মিজানুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো. মাইনুল ইসলাম প্রান্ত, মোঃ শাহাদাৎ হোসেন শোভন, জেলা ছাত্রদলের সদস্য মো. আতিকুর রহমান আব্দুল্লাহ, সাজেদুল ইসলাম আশিক, সরকারি স্বরূপকাঠি কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আছানুর, সুটিয়াকাঠী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেক্বার তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. অনিক সিকদার, মো.এমদাদুল ইসলাম জাকারিয়া, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মো. জহিরুল ইসলাম, নেছারাবাদ উপজেলা যুব নেতা মো. কাইয়ুম তালুকদার, মো.রমজান মিয়া সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ