
৬৪সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী এলাকা উল্লাপাড়া – সলঙ্গায় পৌঁছালে দলীয় নেতা কর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।বৃহ:প্রতিবার সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু এবং সিরাজগঞ্জ জেলা যুবলীগের সদস্য মনজেল হক সাগর প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে নৌকা প্রতিক মনোনীত এমপি প্রার্থী জনাব শফিকুল ইসলামের সাথে সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় আওয়ামী লীগের মনোনীত উল্লাপাড়া আসনের প্রার্থী আলহাজ্ব শফিকুল ইসলাম সরকারের উন্নয়ন কর্মকান্ড ধরে রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন।