
আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস পালিত হয়েছে। সোমবার( ১৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলা নিবার্হী কর্মকর্তা অনুজা মন্ডল এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, ইউপি চেয়ারম্যানের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ,ও বীর মুক্তিযোদ্ধা আঃ রউফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বাকি বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অরণ্য চক্রবর্তী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, হাজী কফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ সফিউল্লাহ, ,প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাংবাদিক আলমগীর হোসেন, শাহাদাত হোসেন, আল নুর আহমেদ ইমন প্রমুখ।