
সরাইল উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরিবহন শ্রমিকদের হামলায় তিনজন ছাত্র প্রতিনিধি আহত হয়েছে। রবিবার (১৭ মার্চ) রাত ১০.৩০ টা মিনিটের দিকে সরাইল- নাসিরনগর- লাখাই আঞ্চলিক মহাসড়কের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ের মাইক্রোস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও ছাত্র প্রতিনিধি সূত্রে জানা যায়, রবিবার রাত ১০টার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকায় আকাশি বিলের ধরন্তি ব্রীজের উপরে একটি মোটরসাইকেলে দুই আরোহী পারভেজ খন্দকার ও রাজিব মিয়াকে একটি মাইক্রোবাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে মাইক্রোবাসটি কুট্টাপাড়া এলাকা থেকে সনাক্ত করে স্থানীয়রা আটক করে সরাইল মাইক্রোস্ট্যান্ডে নিয়ে আসেন। এ সময় ছাত্র প্রতিনিধিদের কয়েকজন মাইক্রোস্ট্যান্ডে গেলে মাইক্রোস্ট্যান্ডের পরিবহন শ্রমিক ও ছাত্র প্রতিনিধিদের মধ্যে কথা কাটাকাটি হয়।
ঘটনার খবর পেয়ে সরাইল থানার এসআই আঃ রহমান কে পাঠান ঘটনাস্থলে। তিনি উপস্থিত হয়ে মাইক্রোবাসটি থানায় নিয়ে আসতে চাইলে মাইক্রোস্ট্যান্ডের পরিবহন শ্রমিকেরা এতে বাঁধা দেয়। এক পর্যায়ে মাইক্রোবাসের পক্ষের লোকজন পিছন থেকে ছাত্রদের উপর হামলা করেন। এতে ছাত্র প্রতিনিধিদের বেশ কয়েকজন আহত হয়। আহত ছাত্র প্রতিনিধিরা হলেন মো: ইরফান খান, মো: মোয়াজ্জেম ও আলিফ মাহমুদ নাহিদ।এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ঘটনাটি সম্পর্কে আমি জেনেছি ও পুলিশের তদন্ত চলছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।