
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তে দুই দফা স্থলমাইন বিস্ফোরণে এবার বাংলাদেশি একটি কুকুর ও একটি বন্য শূকর প্রাণ হারিয়েছে।
সোমবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে স্থলমাইন বিস্ফোরণে বণ্য শূকরটি মারা যায়। এর আগে দুপুরে একই বিস্ফোরণে মারা যায় একটি কুকুর।
ফুলতলীর স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সামশুল আলম স্থানীয়দের বরাত দিয়ে বলেন- রাত এবং দুপুরে দুই দফা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পায় স্থানীয়রা। এ দুই ঘটনায় একটি শূকর ও একটি কুকুর মারা গেছে। ওই প্রাণি দুটি বাংলাদেশ থেকে ফুলতলী ৪৯ নং সীমান্ত পিলার অতিক্রম করে শূণ্যরেখা হয়ে মিয়ানমারের ওপারে প্রবেশ করে। বিস্ফোরণের ঘটনাগুলো সীমান্তের শূন্যরেখা থেকে ৫০ থেকে ১০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে ঘটছে।
ইমাম হোসেন সহ সীমান্তের অনকে জানান- শূন্যরেখার ওপারে দুবার অ্যান্টিপারসোনাল মাইনের বিস্ফোরণ ঘটে। সীমান্তের ৪৯ নম্বর পিলারের মাঝামাঝি মিয়ানমারের ভূখণ্ডের প্রায় ১০০ মিটার ভেতরে বিস্ফোরণ দুটি হয়েছে। বিস্ফোরণে দুটি প্রাণি মারা যায়।
স্থানীয়রা জানিয়েছেন, পাড়াবাসী লোকজন বিস্ফোরণের শব্দ শোনে খোঁজখবর নিয়ে দেখে একটি কুকুর ও একটি শূকর প্রাণ হারিয়েছে মিয়ানমারের ওপারে।
উল্লেখ্য- মিয়ানমারের ওপারে সীমান্ত দখলে নেওয়া বিদ্রোহী গোষ্ঠী অ্যান্টি–পারসোনাল মাইন স্থাপন করে। ওই মাইনের বিস্ফোরণে লোকজন আহত হচ্ছেন। এবার মারা গেল একটি শূকর ও একটি কুকুর।