
মো:তারিকুর রহমান (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: জীবননগর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ এবং সন্ত্রাস ও নাশতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে আলোচনা করা হয়। এর মধ্যে জীবননগরে মাদকের প্রবনতা বৃদ্ধি, জীবননগর বাসস্ট্যান্ডে ঈদ কেন্দ্রিক যানজট নিরসনে ব্যবস্থা, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশনের কার্যক্রন পুনরায় চালু,নিজ হাসপাতালে ডিউটি রেখে বাইরে যাহাতে রোগী দেখতে না পারে, এবং রাতে হাসপাতালে যাহাতে চুরি না হয় সে ব্যপারে পদক্ষেপ নেবেন। আরো বলেন অনিয়ম হবে বলে চারিদিকে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। বাজার মনিটরিংয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন। তিনি তার বক্তব্যে প্রদান করেন সভায় বিশেষ অতিথির বক্তব্যে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, আপনারা দোয়া করবেন আমরা যেন রমজানে জীবননগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারি। জীবননগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদিন আমাদের কয়েক মোবাইল টিম রাতদিন কাজ করে। থানার কোনো পুলিশ সদস্য ৩ ঘণ্টার বেশি ঘুমানোর সময় পান না।
সভায় বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান।তিনি তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সুন্দরভাবে পরিচালনার কাজ করবেন।উপস্থিত ছিলেন স্থানীয় আরো কয়েকজন সাংবাদিকবৃন্দ।