ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ
১৭ পুলিশ সুপারকে বদলি
রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ১৬ সদস্য গ্রেফতার
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪১৫
মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান শ্রমিক লীগের সহ-সম্পাদক বুলু গ্রেফতার
ডিআরইউতে বায়রার সংবাদ সম্মেলন ঘিরে হট্রগোল, মারধোর
নড়াইলে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

মোরেলগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান বেল্লালের বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা ও ষড়যন্ত্রমূলক” মামলা প্রত্যাহারের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিকেলে মোরেলগঞ্জ পৌরসভার কাপড়িয়া পট্টি থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। কর্মসূচিতে “মিথ্যা মামলা প্রত্যাহার চাই”, “গণতন্ত্রের কণ্ঠ রোধ করা চলবে না”—এমন নানা স্লোগানে মুখরিত হয় মোরেলগঞ্জের রাজপথ।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই মিজানুর রহমান বেল্লালের বিরুদ্ধে “বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত” মামলা দায়ের করা হয়েছে। তারা দ্রুত এই মামলা প্রত্যাহার এবং বেল্লালের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন। এছাড়া মোরেলগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্বাস মুন্সি, স্বেচ্ছাসেবক দলের থানা আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর হোসেন লাভলু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান কুদ্দুস-সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি (শবে বরাতের রাত) মোরেলগঞ্জ থেকে নাশকতার মামলায় মিজানুর রহমান বেল্লালকে গ্রেফতার করা হয়। স্বেচ্ছাসেবক দলের দাবি, এটি সম্পূর্ণ ভিত্তিহীন মামলা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হয়রানি করা হচ্ছে।

বিক্ষোভ শেষে দলটির নেতারা ঘোষণা দেন, যদি দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, তবে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

শেয়ার করুনঃ