
ক্ষেতলাল (জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে মাটিকাটার ভেকুমেশিনের হাইড্রলিকের চাপা পড়ে মোশাররফ হোসেন (২৩) নামে এক যুবককে মৃত্যু হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে আটি গ্রাম এলাকায় কামার পাড়া আদর্শ গ্রামের পুকুর খনন কাজ করতে গিয়ে মাটিকাটা ভেকুমেশিনের হাইড্রলিকের চাপা পড়ে তার মৃত্যু হয়। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত আবু তালেবের ছেলে মোশাররফ হোসেন। মৃত মোশাররফ হোসেনের পিতার বাড়ি শিবগঞ্জ উপজেলার মরিচায় গ্রামে।ছোট বেলা থেকেই দাশড়া ফকির পাড়া নানা নানীর বাড়িতে থাকতো।
তুলশীগঙ্গা ইউপি প্যানেল চেয়ারম্যান শহিদ খাঁ বলেন, মৃত মোশাররফের পিতার বাড়ি শিবগঞ্জ উপজেলায় ছোট বেলায় তার মায়ের সংসার ভেঙ্গে গেলে দাশড়া ফকির পাড়া নানা নানীর বাড়িতে বসবাস করে। ইফতারের আগ মুহূর্তে শুনতে পাই আটি আদর্শ গ্রামে পুকুর খনন কাজ করতে গিয়ে মাটি কাটা ভেকু মেশিনের চাপা পড়ে মৃত্যু হয়।ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন,লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।