
রাজবাড়ীতে গণধর্ষণ মামলার আসামী মিঠুনকে (২৮) গ্রেফতার করেছে র্যাব। সোমবার দুপুরে রাজবাড়ীসদরের আলাদীপুর এলাকা থেকে র্যাব-১০,সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।
এদিন বিকালে র্যাব-১০,সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী সুম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গত ২৮ ফেব্রুয়ারি রাতে ভিকটিম (২২) এর রাজবাড়ী সদর থানাধীন শ্রীপুরের ভাড়াবাসায় মেহমান হারুন (৪০) প্রবেশ করলে আসামী মিঠুনসহ (২৮) অপরাপর আসামীগণ ওই বাসায় আসে এবং ভিকটিম ও হারুন অসামাজিক কার্যকলাপ করছে বলে ভয় দেখিয়ে হারুনের নিকট ২ লাখ টাকা দাবী করে। এসময় নগদ ১০ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে আরও ৬৭ হাজার টাকা হারুনের কাছ থেকে জোরপূর্বক নিয়ে নেয় আসামিরা।
তবে দাবীকৃত অবশিষ্ট টাকা না পেয়ে আসামী মিঠুনসহ (২৮) অপরাপর আসামীগণ ভিকটিমকে গত পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিম (২২) বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে এদিন রাজবাড়ী সদরের আলাদিপুর এলাকা থেকে মিঠুনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃগ আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে