
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ ও বিরামপুর) আসনে এমপি শিবলী সাদিককে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী মনোনীত করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনকে ্অভিনন্দন জানিয়ে এমপি শিবলী সাদিককে সংবর্ধনা দিয়েছে ঘোড়াঘাট উপজেলার স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
২৮ নভেম্বর মঙ্গলবার বেলা ১২ টার দিকে ঘোড়াঘাট উপজেলা রানীগঞ্জ বাজারে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি ও ঘোড়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আকাশ,পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক নিরুপ সাহা,মো. জাহাঙ্গীর আলম জালু, বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. মাজেদা বেগম, সিংড়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি
সৈয়দ মাহবুবার রহমান হীরক,বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম ও আওয়ামীলীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।শিবলী সাদিক সকালে ঢাকা থেকে ঘোড়াঘাট জিরো পয়েন্টে পৌছিলে দিনাজপুর-৬ আসন (ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ ও বিরামপুর) উপজেলার হাজার হাজার দলীয় নেতা কর্মীরা তাকে বরণ
করে নেয়।