
জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে জারিকৃত অর্থ মন্ত্রণালয়ের অবৈধ চিঠি বাতিলসহ ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে পদযাত্রা শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকরা।
সোমবার (১৭ মার্চ) দুপুরে প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার উদ্যোগে নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে পদযাত্রা করে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানের পূর্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের দাবি নিয়ে প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার আহবায়ক মোহাম্মদ আলী আক্কাছ, যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন আজাদ,শিক্ষক নেতা মো. আবদুল হালিম, মো. নুর উদ্দিন, মো. আবদুল্যাহ, আবদুল মালেক, হারুনুর রশিদ, সাহেদ ইকবাল প্রমূখ শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয় জাতীয়করণ হয়েছে, তখন সরকার আমাদের একটি পরিপত্র জারি করেছিল। ওই পরিপত্র আমাদের কার্যকর কর্মকালের ভিত্তিতে ৫০ শতাংশ টাইম স্কেল ঘোষণা করা হয়েছিল। আমরা ওই পরিপত্রে আলোকে টাইম স্কেল ভোগ ও বিভিন্ন আর্তিক সুবিধা পেয়ে আসছিলাম। কিন্তু কিছু কুচক্রি আমলা আমাদের এই সুবিধাকে তারা মেনে নিতে না পেরে ২০২০ সালের ১২ আগস্ট একটি অবৈধ পরিপত্র জারি করে। এই অবৈধ পরিপত্র জারির মাধ্যমে আমাদের যে শিক্ষকগন অবসরে যাচ্ছেন, তাদের কাছ থেকে টাইম স্কেলের টাকা কর্তন করে নিয়ে যাচ্ছে। এতে আমরা শিক্ষকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। অনেক অসহায় শিক্ষক দীর্ঘদিন চাকুরি করার পর খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। এই অমানবিকতা মেনে নেওয়া যায় না।
তাই অবিলম্বে অর্থমন্ত্রণালয় কর্তৃক জারীকৃত অবৈধ চিঠিটি বাতিল, জৈষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতি ও এসএমসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষক হিসেবে গেজেটভুক্ত করার দাবি জানান জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকরা।
ডিআই/এসকে