
একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বর (৫৫)’কে ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব৩)।
সোমবার (১৭মার্চ) র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া)সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
সনদ বড়ুয়া বলেন,র্যাব-৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যর ভিত্তিতে গতকাল (১৬মার্চ) সাড়ে ৫টার সময় ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বর (৫৫),কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার থানাধীন এলাকায় বিদেশ প্রত্যাশী সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন দেশে পাঠানোর লোভনীয় প্রস্তাব দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। পরবর্তীতে তার নামে কালকিনি ও ডাসার থানায় মামলা দায়ের করা হলে সে নিজেকে আত্মগোপন করে বিভিন্ন এলাকায় পলাতক থাকে। এক পর্যায়ে র্যাব-৩ এর একটি আভিযানিক দল কর্তৃক আটক হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে