
জুলাই গণ অভ্যুত্থানে পটুয়াখালী জেলার শহিদ ও আহতদের স্বরণে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।১৬ মার্চ রবিবার বিকালে পটুয়াখালী পৌর শহরের নিগার কনভেনশন সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি।জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ’র সভাপতিত্বে ইফতার মাহফিলে জুলাই গন অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় জাতীয় নাগরিক পার্টি’র কেন্দ্রীয় এ যুগ্ম সদস্য সচিব বলেন, অনেক প্রানের বিনিময়ে বাংলাদেশকে পুনরায় স্বাধীন করা হয়েছে। ছাত্র জনতাসহ বিভিন্ন স্তরের মানুষ রক্ত দিয়েছে সংগ্রাম করেছেন। আগের সংবিধানকে ব্যাবহার করে পূর্ববর্তী সরকারগুলো পরিবারতান্ত্রীক রাজনীতি কায়েম করেছে।এখন সংবিধান সংশোধন হবে কি হবেনা তারাই এখন সিদ্ধান্ত নেবেন।
দীর্ঘদিন পরে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের খোঁজখবর নেয়াসহ তাদের একত্রিত করায় জাতীয় নাগরিক পার্টিকে ধন্যবাদ জানান তারা।