
পবিত্র মাহে রমজান-২০২৫ উপলক্ষ্যে জাতীয়তাবাদী দল, অঙ্গ ও সহযোগী সংগঠন, পটুয়াখালী জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ রবিবার বিকালে পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্কে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন এয়ার ভাইস মার্শাল (অবঃ)আলতাফ হোসেন চৌধুরী ভাইস-চেয়ারম্যান, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।সময় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মাকসুদ আহম্মেদ বায়েজীদ পান্না সদস্য
আহবায়ক কমিটি), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, পটুয়াখালী জেলা। উক্ত ইফতার মাহফিলে সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তৌফিক আলী খান কবির। এ মাহফিলে এসময় বিএনপি নেতা এ্যাডভোকেট মহাসীন, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্জু মৃধা এবং বর্তমান নব নির্বাচিত সাধারণ সম্পাদক শরীফ সালাউদ্দিন, কমলাপুর ইউপির চেয়ারম্যান আবদুস ছালাম মৃধা, ছোট বিঘাই ইউপির সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান সিকদার, লাউকাঠী ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান হাফিজ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী সহ পটুয়াখালী জেলা বিএনপি সহ এর অঙ্গ সংগঠন এর নানা স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত মাহফিলে প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন ” দেশকে অস্থিতিশীল করতে একটি গ্রুপ তৎপর রয়েছে” দেশের আইন- শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সকলের মিলেমিশে কাজ করার এবং পুলিশ কে সহযোগিতা করার আহবান জানান তিনি।