হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় বিল্লাল হোসেন (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ।
রবিবার (১৬ মার্চ) সকালে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের বড় ঘারমোড়া গ্রামের রাস্তার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত বিল্লাল হোসেন বড় ঘারমোড়া গ্রামের অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ মো. জামান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সরকার পরিবর্তের পর থেকে ঘারমোড়া বাজার এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মাদক সিন্ডিকেটের মধ্যে গ্রুপিং চলে আসছে।
আরো জানাযায়, বিল্লাল হোসেন স্থানীয় মাদক কারবারিদের সাথে চলাফেরা করতো। তার নামে হোমনা থানায় ২টি মাদক মামলা ও ১টি চুরির মামলা আছে।
নিহতের মা সেলিনা বেগম জানান, কয়েকদিন আগে টাকার বিনিময়ে গ্রামের নজরুল ইসলামের সাথে বিল্লাল হোসেন নদীতে মাছ ধরতে যায়। কিন্ত নজরুল ইসলাম মাছ বিক্রির টাকা বিল্লালকে দেয়নি। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর দিন তার মাছ ধরার জাল চুরি হলে বিল্লাল হোসেনকে দোষারূপ করে এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।
নিহতের মা আরো বলেন গতকাল শনিবার রাতে একই গ্রামের কাজম আলীর ছেলে দুলাল মিয়া আমার ছেলে বিল্লাল কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, পরে সে আর বাড়ি ফেরেনি । সকালে বড় ঘারমোড়া মোড়ের এক মসজিদের পাশে তাঁর গলাকাটা লাশ পাওয়া গেছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, নিহত বিল্লাল হোসেনের লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে খুন হয়েছেন তথ্য উদঘাটনে কাজ করছে পুলিশ। থানায় সন্দেহভাজন একজনের জিজ্ঞাসাবাদ চলছে। আশা করছি, দ্রুতই এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করতে পারবো। তবে পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাইলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।