
মোঃ জুয়েল রানা কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় শুরু হয়েছে হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা। রোববার (১৬ মার্চ) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। প্রতিযোগিতাটি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম দিনেই ৩৮ জন প্রতিযোগী অংশ নেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।প্রতিযোগিতার সভাপতির দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব মাওলানা উসমান গণী ও মুফতি শফিকুল ইসলাম। বিচারকের দায়িত্বে রয়েছেন হাফেজ আহসান উল্লাহ, হাফেজ মতিউর রহমান ও হাফেজ এনায়েতুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করছেন মুফতি মাসউদুর রহমান ও মুফতি মামুনুর রশিদ।এই প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মাঝে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। কলমাকান্দায় এমন আয়োজন প্রশংসিত হচ্ছে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যেও।