
নড়াইল জেলা প্রতিনিধি: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, পবিত্র ঈদুল ফিতরের আগে ১০০ ভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং ইএফটির দ্রুত সমাধানসহ ১০ দফা দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এমপিও ভুক্ত মাধ্যামিক বিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে রবিবার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসব কমূসূচী পালিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির জেলা সভাপতি মহিদুর রহমান, সদস্য সচিব ফরিদুল ইসলাম, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, প্রধান শিক্ষক সোমা খাতুন, প্রধান শিক্ষক আব্দুর রশিদসহ আরও অনেকে।