মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টার: নওগাঁতে খাস মোজাদ্দেদিয়া তরিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ উপজেলাধীন মামুনাবাদ খাস মোজাদ্দেদিয়া তরিকার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৬ মার্চ ২০২৫ মামুনাবাদ খানকাহ শরিফ প্রাঙ্গনে বেলা ১২ টা হতে বেকেল সারে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট চিন্তা বিদ মোফাচ্ছেরে কোরআন মুফতি পিরেকামেল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দীন,প্রভাষক উল্লাসপুর ফাজিল মাদ্রাসা অবঃ প্রাপ্ত। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা উলামায়ে কেরাম ও মোজাদ্দেদিয়া তরিকার ভক্ত বেন্দ্রো।
প্রধান অতিথি পবিত্র কোরআন হাদিস থেকে মাহে রমজান ও সেজরা শরীফ থেকে ওয়াজ নছিহত করেন।তিনি আরও বলেন,” ইফতার ও দোয়া মাহফিলের মতো অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে এ ধরনের অনুষ্ঠান আমাদেরকে ঐক্যবদ্ধ করে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। দেশ ও দেশের বাহিরে সবার জন্য দোয়া ও সকল বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।