
কালকিনি(মাদারীপুর) উপজেলা সংবাদদাতাঃ বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেছেন‘ শিঘ্রই ইসলামী দলগুলোর ঐক্য ঘোষণা করা হবে। আর একটি কল্যাণ রাষ্ট্র গঠণের জন্য নির্বাচনে ঐক্যবন্ধ প্রার্থী আসবে। সেই প্রার্থীকেই বিজয়ী করতে হবে।’ শনিবার মাদারীপুর শিল্পকলা
একাডেমী ভবনে বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবীব আহমাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলামের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত ইফতার সাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূইয়া, বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার উপদেষ্টা মাওলানা জাহিদুল আলম খান ও মুফতি জামাল উদ্দিন খান। ইফতার মাহফিলে অন্যান্য রাজনৈতিক দলের ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।