
‘দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের রাজনীতিবিদদের সম্মান ফিরিয়ে আনতে হবে। প্রকৃত রাজনীতিবিদদের সম্মান দিতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে সব দলের সহাবস্থান থাকতে হবে।’ এসব কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ।
শনিবার (১৫ মার্চ) বিকালে কুড়িগ্রাম পৌর টাউন হলে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ সব কথা বলেন।
আতিক মুজাহিদ আরো বলেন, ‘কুড়িগ্রাম বাংলাদেশের একটি দারিদ্র্য ও নিপীড়িত জেলা। বিগত সরকারগুলোর আমলে কুড়িগ্রামের তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। এ জেলার সঙ্গে হয়েছিল বৈষম্য। আমাদের লক্ষ্যে ও উদ্দেশ্য বৈষম্য ঘুচিয়ে সামনের দিকে এগিয়ে যাব। কুড়িগ্রামের উন্নয়নে কাজ করব, কুড়িগ্রামকে এগিয়ে নেব।
এসময় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মো. নিজাম উদ্দিন, জেলা নাগরিক পার্টির সংগঠক মুকুল মিয়া, মোজাম্মেল হক বাবু, জুলাই বিপ্লবে শহীদ রাশেদুলের বাবা মো. বাচ্চু মিয়া, জাতীয় প্রমুখ। পরে জুলাই বিপ্লবে শহীদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।