
নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় আউচপাড়া ইউনিয়নের ৫ নং ইউনিট বিএনপির ইফতার মাহফিল উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইফতার পরবর্তী রক্ষিতপাড়ায় একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী (১৮ মার্চ) ১৭ রমযান মঙ্গলবার বিকেল চারটায় তোকিপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৫ নং ইউনিট বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোহাম্মদ শামসুদ্দীন কারিগর, সভাপতি ৫ নম্বর ওয়ার্ড বিএনপি। সভা পরিচালনা করবেন মোসলেম উদ্দিন সাধারণ সম্পাদক ৫ নম্বর ওয়ার্ড বিএনপি। সূত্র জানায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম সাফি।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে অত্র ওয়ার্ড, ইউনিয়ন,উপজেলার নেতা-কর্মী ও এলাকার ধর্মপ্রাণ, রোজাদার ব্যক্তিবর্গকে শরিক হওয়ার সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে।