ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পল্লবী থানা যুবদল অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে।
শনিবার (১৫ মার্চ) রাজধানীর মিরপুর ১২-এ পল্লবী সিরামিক্স গেটের সামনে এই ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। এতে অসহায়,দুস্থ ও পথচারীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন
পল্লবী থানা যুবদল এর আহ্বায়ক হাজী নুর সালাম, ২নং ওয়ার্ড যুবদল এর সিনিয়র যুগ্ম-আহ্বায়ক- ইসতিয়াক আহমেদ সুজন,২নং ওয়ার্ড যুবদল এর যুগ্ম-আহ্বায়ক যাকারিয়া বাপ্পি, ২নং ওয়ার্ড যুবদল নেতা মো.ফারুক,৯১ নং ওয়ার্ড যুবদল নেতা মো.খায়ের, মো.এরশাদ তালুকদার রাসেলসহ স্থানীয় যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।
নেতারা বলেন,রমজান মাসের পবিত্রতা ও মানবিকতার দৃষ্টান্ত হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।
এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের সাথে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও দৃঢ় করেন।