
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা পরিদর্শন করেন স্বাস্থ্যসেবা বিভাগের অধিশাখার যুগ্ন-সচিব শিব্বির আহমেদ ওসমানী৷
তিনি শনিবার ( ১৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় এক ঝঁটিকা পরিদর্শনে এখানে আসেন। তিনি এ সময় হাসপাতালের বিভিন্ন কাযর্ক্রম ঘুরে দেখেন। স্বাস্থ্য সেবার সব সেক্টরের স্টাফদের কার্যক্রম দেখেন।
তিনি এ সময় বলেন,মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা অধিকার নিয়ে ঝিনিমিনি খেলা যাবে না। সবাইকে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালন করতে হবে যথা নিয়মে। তিনি আরো বলেন,৭৫ হাজার জনসংখ্যার এ উপজেলার প্রতিটি নাগরিকের প্রতি সংশ্লিষ্টদের সেবা কাজে আরো মনোযোগী হতে হবে।
হাসপাতালের নানা সমস্যার বিষয় নিয়ে তিনি বলেন, হাসপাতালে নানা সংকট থাকবে,তাও উত্তরণের চেষ্টা থাকবে। তবে বসে থাকা চলবে না।
এ সময় তার সাথে ছিলেন,স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সাইফুল ইসলাম, ককসবাজার সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার উচা প্রু মারমা,নাইক্ষ্যংছড়ি হাসপাতালের সাবেক ইউ এইচ এন্ড এফপিও ডা: এন জেড সলিম ও ককসবাজার সদর হাসপাতালের ইউ এইচ এন্ড এফপিও টিটো চন্দ্র সুশীল। তাদের স্বাগত জানান, নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ইউএইচ এন্ড এফপিও ডা: আবুল মন্জুর ও অন্যান্যরা।
যুগ্ন সচিব দুপুর ২ টায় নাইক্ষ্যংছড়ি ত্যাগ করেন।