ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক

প্রাথমিকে বদলীর অনিয়ম দূর করতে অনলাইনে আবেদন চালু করা হয়েছে :উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন

মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উপজেলা ভিক্তিক হলেও ,সামগ্রীক ভাবে উপজেলা ভিত্তিতেই চালিত হওয়ার কথা।বিভিন্ন সময়ে নিয়ম ভংগের কারণে বিচ্ছৃঙ্খলা সৃষ্টি হওয়ায় প্রতন্ত গ্রামে কেউ কাজ করতে চায়না,সবাই শহর মুখী হতে চায় -এটা আমাদের জাতীয় সমস্যা। এ অবস্থা থেকে বের হতে ,বিষয়টিকে অনলাইনে করার চেষ্ঠা করছি।আমরা চাচ্ছি সামগ্রীক বদলীর প্রক্রিয়াটি অনলাইনে হোক। জানা গেছে, ১৫ মার্চ শনিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আর্থিক ব্যবস্থপনা এবং বাজেট বাস্তবায়ন সংক্রান্ত এক দিনের প্রশিক্ষণ কর্মসূচীরে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার উদ্দিন’র সভাপতিত্বে অনুুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুল হক, পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশালের বিভাগীয় পরিচালক নিলুফা ইয়াসমিন ও পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার।
ডাঃ বিধান রঞ্জন রায় এসময় আরোও বলেন “আমাদের উদ্দেশ্য প্রাথমিক শিক্ষা পরিবারের মূল কাজটি হচ্ছে আমাদের শিশুদের স্বাক্ষর করে তোলা,তাদের লেখা পড়ার প্রয়োজন আছে বলেই আমাদের উপস্থিতি। এটা যদি না হয় তাহলে আমাদের উপস্থিতির কোন প্রয়োজন নেই,আমরা যে যেখানেই আছি সেটা যেন আমরা মনে রাখি। আমাদের মুল কাজটি বিদ্যালয়ে হয়। বিদ্যালয়ে দুটি অংশ একটি শিক্ষার্থী ,অন্যটি শিক্ষকরা।শিক্ষার্থীরা আসেন শিক্ষা গ্রহন করতে এবং শিক্ষকরা তাদের সাহায্য করেন শিক্ষা লাভের জন্য এবং অন্যদের কাজ হচ্ছে তাদেরকে সহায়তা করা।
তিনি প্রশিক্ষনে অংশ গ্রহনকারীদরে উদ্দ্যেশে বলেন“শিক্ষা পরিবারের আপনারা যারা সড়াসড়ি শিক্ষাদানের সাথে জড়িত নন ,তাদের মনে রাখতে হবে আপনারা মন সহ কাজটা যেন শিশু ও শিক্ষকদের সহায়তা করে। তাহলে এমন একটা পরিবেশ তৈরী হবে যেখানে শিশুরা ভাল শিখতে পারবে। মানউন্নয়নে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। এ সময় তিনি আরও বলেন, শিক্ষক এবং কর্মকর্তাদের মাথায় রাখতে হবে আমরা যা করছি সব কিছুই শিশুদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার জন্য করছি।
প্রশিক্ষনে ৪০ জন পিটিআই সুপার,জেলা প্রাথমিক শিক্ষা ওউপজেলা প্রাথ্রমিক শিক্ষা অফিসার ,ও ইউআরসি ইনস্ট্রাটকটর সহ ৪০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন ।

শেয়ার করুনঃ