প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ণ
ফুলবাড়ীতে রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্টে ৫ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের ফুলবাড়ী নিমতলা মোড়ে রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। ২৯ নভেম্বর বিকাল ৫ টার সময় ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী মহোদয় এর নেতৃত্বে পুলিশ প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর আইনে (৫০০০) হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।এসময় ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন,এ ছাড়াও ফুলবাড়ী অন্যান্য হোটেল ব্যবসায়ীদের কে সচেতন করেন ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী তিনি জানান এই অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.