
বান্দরবান জেলা সংবাদদাতা: বান্দরবানের আলীকদম উপজেলার ডাংকু পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গোপন আস্তানার সন্ধান; অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সুত্রে জানাজায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (১৩ মার্চ ২০২৫ ইং) বৃহস্পতিবার দুপুর ২.৩০ ঘটিকার সময় আলীকদম উপজেলার দুর্গম ডাংকু পাড়া এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করেন।
এসময় সশস্ত্র সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি শুরু করে। সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় সেনাবাহিনীর সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
পরবর্তীতে, আস্তানা তল্লাশি করে সন্ত্রাসীদের ব্যবহৃত ০৮ টি গাদা বন্দুক, অল্প কিছু গোলাবারুদ, ০২ টি ওয়াকি টকি সেট ও ০১ টি বার্মিজ ছুরিসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।এসময় ০২ জন সন্দেহভাজন সন্ত্রাসীকেও আটক করতে সক্ষম হয় বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর আইন প্রকৃয়া শেষে উদ্ধারকৃত সরঞ্জামাদিসহ আটক ২ সন্ত্রাসীকে আলীকদম থানায় হস্তান্তর করা হয় এবং আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র মামলা আইনে মামলারুজু করা হয়েছে বলে জানান।