
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির পক্ষ থেকে উপজেলা মহিলা দলের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১০টায় মোরেলগঞ্জ স্টিল ব্রিজ সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির নেতা ও বাগেরহাট-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন জননেতা তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে থেকে আগত শতাধিক মহিলা দলের নারী সদস্যদের মাঝে এই ঈদ উপহার দেওয়া হয়।
উপজেলা মহিলা দলের সভানেত্রী হ্যাপি বেগমের সভাপতিত্বে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল,পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শামীম আহসান ফকির, যুগ্ন আহবায়ক সামাদ হোসেন ফকির, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মিলন, যুগ্ন আহবায়ক ফকির রাসেল আল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আফজাল জোমাদ্দার,শ্রমিকদল উপজেলা সভাপতি মজনু মোল্লা,উপজেলা কৃষকদল সাবেক সভাপতি মশিউর রহমান শফিক, পৌর শ্রমিকদল সভাপতি মাসুদ খান চুন্নু,সাধারণ সম্পাদক মশিউর রহমান,পৌর বিএনপি নেতা সাইফুল আমিন কিসলু সহ স্হানীয় বিএনপির ও তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।