
নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় হাসিম মোল্যা (৩৮) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৫ মার্চ) দুপুরে হাসিম মোল্যা নামে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে সিরাজ মোল্যা (৪৪) ও আজিজার শেখ (৫৫) নামে দুই জনকে ওয়ান সুটারগান ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী। নিহতের পক্ষীয় গ্রুপের হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের সিরাজ মোল্যার বাড়ি থেকে ওয়ানসুটার গান ও গুলিসহ তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম। নিহত হাসিম মোল্যা কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের বাসিন্দা। এছাড়া অস্ত্র ও গুলিসহ আটককৃতরা হলেন, ওই গ্রামের মৃত আহমেদ মোল্যার ছেলে সিরাজ মোল্যা ও মকবুল শেখের ছেলে আজিজার শেখ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৫ মার্চ) সকালে সিলিমপুর গ্রামের ঠান্ডু মোল্যার লোকজন প্রতিপক্ষ জনি মোল্যাসহ তার লোকজনের উপর হামলা করে এ সময় ঠেকাতে গিয়ে দুইজন পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়। এ ঘটনায় দুপুরে জনি মোল্যা গ্রুপের হাসিম মোল্যা নামে এক ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে সকালে হামলার শিকার হয়ে জনি গ্রুপের লোকজন পাল্টা হামলার প্রস্তুতি নেয়ার সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে জনি গ্রুপের দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান সুটার গান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশসহ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অস্ত্র উদ্ধার ও নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।