ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

গলাচিপায় দোকান ভাড়া নিয়ে মালিকানা দাবি

গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি :গলাচিপা পৌরসভার কর্মকার পট্টি রোডে ৪ নম্বর ওয়ার্ডে বাবুল কর্মকার ভাড়াটিয়া সেজে দোকান ঘরে ঢুকে মালিকানা দাবি করে আসছিল। এর প্রেক্ষিতে ঘরের মালিক পুষ্প রানী কয়েক দিন আগে তাকে স্থানীয় লোকজনের সহায়তায় শান্তিপূর্ণ পরিবেশে তাকে ঘর থেকে বের করে দেয়। স্থানীয় ব্যবসায়ী বাবু দত্ত বলেন, পুষ্প রানী ১৯৭৩ সাল হতে ডিসিআর সূত্রে মালিক ওই জমিতে দোকান ঘর তুলে ভোগ দখল করে আসছেন। সেই ভোগ দখলীয় জমিতে একটি দোকানঘর নির্মাণ করে তিনি চুক্তিভিত্তিক ভাড়া প্রদান করেন। ভাড়াটি বাবুল কর্মকারের ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হলেও তারা ভাড়া দিতে প্রায় ১৭ বছর ধরে টালবাহানা করেন। এর মধ্যে দোকানঘরের মালিক পুষ্প রানী ভাড়াটিয়া বাবুল কর্মকারকে দোকান ছেড়ে দিতে বললে আজ-কাল বলে সে সময় ক্ষেপণ করতে থাকে। এ বিষয়ে তাকে অনেক বার তাগদা দেয়া সত্ত্বেও তারা ঘর ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। পরে নিরুপয় হয়ে সহকারি কামিশনার ভূমি বরাবরে আবেদন করেন, আবেদনের প্রেক্ষিতে তদন্ত পূর্বক একটি প্রতিবেদন করেন। প্রতিবেদনটি তুলে ধরা হলো তদন্তে দেখা যায় গলাচিপা মৌজার জেএল ১০৮ নম্বর রতনদী মৌজার এসএ ৫৬৮ নং খতিয়ানের ২৩২ নম্বর দাগের ১৮২, ১৪৫৬ ও ১৭০ বর্গ ফুট জমি স্থানীয় পুষ্প রানী জং মৃতু- মাখন লাল কর্মকর্তাকে গত ৭-১১-২৪ ও ৩১-১২-২৪ খ্রিঃ তারিখে ইজারা প্রদান করা হয়। ইজারা গ্রহীতা পুষ্প রানী উক্ত জমিতে ভোগ দখলে রয়েছেন। তবে বাবুল কর্মকার পিং মৃতু অমূল্য চন্দ্র কর্মকার, সাং- কর্মকার পট্টি পুষ্প রানী ঘরের এক কোণে দোকান ঘর হিসেবে ব্যবহার করে কোন একসময়ে ইজারা গ্রহীতা পুষ্প রানীকে ঘর মালিক মেনে একটি চুক্তিপত্রে বর্তমান ভারাটিয়া বাবুল কর্মকার চুক্তিপত্রে স্বাক্ষর করেন। স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী অশিম কর্মকার ও স্বর্ন জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি বাদল কৃষ্ণ কর্মকার বলেন, ইজারা গ্রহীতা পুষ্প রানী এই ঘরের মালিক ৭৩ সাল থেকে তিনি ঘর তুলে বসবাস করে আসছেন বাবুল কর্মকার পিতা-মৃত্যু অমূল্য কর্মকার একটি চুক্তিপত্র অনুযায়ীই দোকান ঘর ভারা নেন। এখন তিনি তার গায়ের জোড়ে ভাড়াটিয়া মালিক হতে চন এটা বেআইনী। আমরা এর একটি সুষ্ট সমাধান চাই। পুষ্প রানী একটি অসহায় পরিবার তার ঘর তাকে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আমরা কর্মকার পট্টির সমস্ত ব্যাবসায়ীরা জোর দাবি জানাই।

শেয়ার করুনঃ