
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খানের নামের ফেসবুক আইডির মত একই ছবি দিয়ে আরেকটি ফ্যাক আইডি খুলে বিভিন্ন ব্যক্তির নামে অপ প্রচার চালাচ্ছে একটি ষড়যন্ত্রকারী মহল । গত ৫ আগষ্টের পর ইমরান খানের নেতৃত্বে আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান ও আহবায়ক শোয়েব ইসলাম হেলালের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা মেনে সকল কর্মসূচী পালিত হচ্ছে । তাদের নেতৃত্বে সুন্দর ভাবে ছাত্রদলের নেতৃত্ব পরিচালিত হওয়ায় একটি ষড়যন্ত্রকারী মহল তাদের বিরুদ্ধে উঠেপড়ে লেঘেছে। ষড়যন্ত্রর ধারাবহিকতার অংশ হিসাবে ফেসবুকের একই নামের আদলে নতুন ফেসবুক এর ফ্যাক আইডি খুলে দলীয় নেতৃবৃন্দসহ সমাজের গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে অপ প্রচার
চালাচ্ছে। এ প্রসঙ্গে আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান বলেন, আমার নামের ফেসবুক আইডির আদলে আরেকটি ফ্যাক আইডি খুলে অপ প্রচার চালানো হচ্ছে । এ বিষয়
আইনগত ব্যবস্থা নেয়া হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ।