
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে দক্ষিণ সতীরজান চরগ্রাম জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে ৩ তলা ভিত্তি বিশিষ্ট এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কঞ্চিবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও অত্র মসজিদের সভাপতি জনাব শামসুল হক শান্তু, সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী, মসজিদের ঈমাম মফিদুল ইসলাম, রেণু বিদ্যাকাননের পরিচালক কবি ও সাংবাদিক সাইফুল আকন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য এ মসজিদটি বিভিন্ন দানশীল ব্যক্তিদের সহযোগিতায় নির্মিত হচ্ছে। পরে অত্র মসজিদের উন্নয়নসহ দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।