
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকা থেকে ১টি বিদেশি রিভলবার ও ৩৮ রাউন্ড গুলিসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামির নাম মো.রিফাতুল ইসলাম রিফাত ওরফে রনি (২৮)।
শুক্রবার রাতে মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকা থেকে র্যাব-২ এর একটি দল তাকে গ্রেফতার করে। এসময় অস্ত্রছাড়াও তার কাছ থেকে সন্ত্রাসী কাজে ব্যবহৃত ১ টি মটরসাইকেল,১টি স্মার্ট মোবাইলফোন ও ১ টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।
শনিবার (১৫ মার্চ) র্যাব-২ এর সিনি.সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গত রাতে মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা উদ্যান এলাকায় কিছু দুস্কৃতিকারীরা সন্ত্রাসী কার্যকলাপ ও মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করছে। এমন তথ্যে সেখানে র্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরবর্তীতে র্যাব-২ এর আভিযানিক দল অস্ত্রসহ রনিকে গ্রেফতার করে। তবে এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা কৌশলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
উদ্ধারকৃত আলামত ও আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে