
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর কর্তৃক ভিজিএফ কর্মসূচীর আওতায় আমতলী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় হলদিয়া ইউনিয়নের ২ হাজার ৩ শত ৮৫ পরিবারকে পরিবার প্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বিনামূল্যে বিতরন করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় হলদিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লে· এচাল বিতরন কার্যক্রম উদ্বোধন করেন হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক ।এ সময় ট্যাগ কর্মকর্তা উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. কামাল হোসেন, ইউপি সদস্য মো. আবু সালেহ মো, সাইফুল ইসলাম স্বপন .কাশেমসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।